বাংলাদেশ ০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
মুন্সীগঞ্জ সদর ইউএনওর চরডুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন সন্ধ্যার মধ্যে উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন ছাড়ার আল্টিমেটাম কুবি শিক্ষার্থীদের রাবিতে জড়ো হওয়া আন্দোলনকারীদের পুলিশ-বিজিবির ধাওয়া মেহেন্দিগঞ্জে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার। মুন্সীগঞ্জে গায়েবানা জানাযা থেকে ঈমাম ও বিএনপি নেতাকে ধরে নিয়ে গেলো পুলিশ কোটা আন্দোলনের পক্ষে সংহতি জানিয়ে ফেনী ইউনিভার্সিটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের বিবৃতি চলমান পরিস্থিতিতে রাবি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আপাতত স্থগিত: উপাচার্য বিদেশের পাঠানো টাকা চাইতে গিয়ে বিপাকে প্রবাসী স্বামী রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত চট্রগ্রামের কোটা সংস্কার আন্দোলনে নিহত ওয়াসিমের জানাজায় মানুষের ঢল পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার রাস্তায় সমবায় সমিতি ভবনের ট্যাংকির ময়লা: জনদুর্ভোগ মুন্সীগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা, আহত ৫ হরিপুরে, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষ থেকে কর্মী মিটিং ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুরে উদীচী কার্য়ালয়ে হামলা ও ভাংচুর স্ত্রীর যৌতুক মামলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কারাগারে

কলেজ শিক্ষক লাঞ্ছিতর ঘটনায় অবশেষে ছাত্রলীগের নেতাদের নিরুদ্ধে মামলা।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১১:০৪ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
  • ১৭১৪ বার পড়া হয়েছে

কলেজ শিক্ষক লাঞ্ছিতর ঘটনায় অবশেষে ছাত্রলীগের নেতাদের নিরুদ্ধে মামলা।

রিপোর্টঃ শরীয়তপুর প্রতিনিধি।
শরীয়তপুরে কলেজ শিক্ষককে লাঞ্ছিতের ঘটনার ৩ দিন পর কলেজ ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারী (৩৭) ও সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দার (২৮) বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ। শনিবার (২ এপ্রিল) সকালে পালং মডেল থানা অভিযোগটিকে মামলা হিসেবে রুজু করেন। শরীয়তপুরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশীদ বাদী হয়ে এই মামলাটি করেন।
গত বুধবার বিকেলে শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের একটি খাবারের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় কলেজের প্রভাষক বি এম সোহেলকে লাথি ও কিল ঘুষি মারে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারী।
এ ঘটনায় পুলিশ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেন শরীয়তপুরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশীদ। এনিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে তৎপর হয় প্রশাসন।
শরীয়তপুর সদর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন বলেন, ছাত্রলীগ কর্মীদের দ্বারা কলেজ শিক্ষক লাঞ্ছিত ঘটনায় শনিবার সকালে পালং মডেল থানায় একটি মামলা করা হয়েছে। এই মামলার বাদী হয়েছেন কলেজ অধ্যক্ষ হারুন-অর-রশিদ।
তিনি বলেন, ‘মামলায় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারী (৩৭) এবং কলেজ শাখার সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দার (২৮)কে মূল আসামি এবং অজ্ঞাত ২০/২৫ কে আসামি করে এ মামলাটি করা হয়। যেহেতু এখন মামলা হয়েছে আমরা খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় নিয়ে আসব।’
এদিকে কলেজের পক্ষ থেকে শিক্ষক লাঞ্ছনার বিষয়ে ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানতে চাইলে মামলা দায়ের ও তদন্ত কমিটি গঠনের বিষয়ে কলেজ অধ্যক্ষ হারুন-অর-রশিদ বলেন, ৩০ মার্চ কলেজ শাখা ছাত্রলীগ কর্মীদের শিক্ষক লাঞ্ছিতের ঘটনার দিন রাতেই মামলা দায়েরের জন্য থানায় অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগ দায়েরের তিন দিন পর আজকে সকালে সেটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ দুইটি তদন্ত কমিটি গঠন করেছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু  রুশো মোহাম্মদ তোয়াব হোসেনকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে শিক্ষক লাঞ্চিতের ঘটনা তদন্ত করে কলেজ অধ্যক্ষ বরাবর প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তিনি জানান, কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমানকে আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট  আরও একটি কমিটি গঠন করা হয়েছে, এই কমিটির তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়, মাউশি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে বলা হয়েছে।ঘটনার সাথে অভিযুক্ত ছাত্রদের ছাত্রত্ব বাতিল করা হবে কিনা জানতে চাইলে অধ্যক্ষ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষের কাছে তাদের অভিযুক্ত ছাত্রদের বিস্তারিত তথ্য চেয়েছেন। আমরা  অভিযুক্ত ছাত্রদের বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। আমরা শিগগিরই সেই তথ্যগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেব।অন্যদিকে, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় সোহাগ বেপারীসহ জড়িতদের শাস্তি ও শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তায় মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন ও সংহতি সমাবেশের পর শরীয়তপুর জেলা প্রশাসনের কাছে রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জ সদর ইউএনওর চরডুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

কলেজ শিক্ষক লাঞ্ছিতর ঘটনায় অবশেষে ছাত্রলীগের নেতাদের নিরুদ্ধে মামলা।

আপডেট সময় ০৭:১১:০৪ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
রিপোর্টঃ শরীয়তপুর প্রতিনিধি।
শরীয়তপুরে কলেজ শিক্ষককে লাঞ্ছিতের ঘটনার ৩ দিন পর কলেজ ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারী (৩৭) ও সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দার (২৮) বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ। শনিবার (২ এপ্রিল) সকালে পালং মডেল থানা অভিযোগটিকে মামলা হিসেবে রুজু করেন। শরীয়তপুরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশীদ বাদী হয়ে এই মামলাটি করেন।
গত বুধবার বিকেলে শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের একটি খাবারের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় কলেজের প্রভাষক বি এম সোহেলকে লাথি ও কিল ঘুষি মারে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারী।
এ ঘটনায় পুলিশ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেন শরীয়তপুরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশীদ। এনিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে তৎপর হয় প্রশাসন।
শরীয়তপুর সদর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন বলেন, ছাত্রলীগ কর্মীদের দ্বারা কলেজ শিক্ষক লাঞ্ছিত ঘটনায় শনিবার সকালে পালং মডেল থানায় একটি মামলা করা হয়েছে। এই মামলার বাদী হয়েছেন কলেজ অধ্যক্ষ হারুন-অর-রশিদ।
তিনি বলেন, ‘মামলায় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারী (৩৭) এবং কলেজ শাখার সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দার (২৮)কে মূল আসামি এবং অজ্ঞাত ২০/২৫ কে আসামি করে এ মামলাটি করা হয়। যেহেতু এখন মামলা হয়েছে আমরা খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় নিয়ে আসব।’
এদিকে কলেজের পক্ষ থেকে শিক্ষক লাঞ্ছনার বিষয়ে ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানতে চাইলে মামলা দায়ের ও তদন্ত কমিটি গঠনের বিষয়ে কলেজ অধ্যক্ষ হারুন-অর-রশিদ বলেন, ৩০ মার্চ কলেজ শাখা ছাত্রলীগ কর্মীদের শিক্ষক লাঞ্ছিতের ঘটনার দিন রাতেই মামলা দায়েরের জন্য থানায় অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগ দায়েরের তিন দিন পর আজকে সকালে সেটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ দুইটি তদন্ত কমিটি গঠন করেছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু  রুশো মোহাম্মদ তোয়াব হোসেনকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে শিক্ষক লাঞ্চিতের ঘটনা তদন্ত করে কলেজ অধ্যক্ষ বরাবর প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তিনি জানান, কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমানকে আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট  আরও একটি কমিটি গঠন করা হয়েছে, এই কমিটির তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়, মাউশি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে বলা হয়েছে।ঘটনার সাথে অভিযুক্ত ছাত্রদের ছাত্রত্ব বাতিল করা হবে কিনা জানতে চাইলে অধ্যক্ষ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষের কাছে তাদের অভিযুক্ত ছাত্রদের বিস্তারিত তথ্য চেয়েছেন। আমরা  অভিযুক্ত ছাত্রদের বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। আমরা শিগগিরই সেই তথ্যগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেব।অন্যদিকে, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় সোহাগ বেপারীসহ জড়িতদের শাস্তি ও শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তায় মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন ও সংহতি সমাবেশের পর শরীয়তপুর জেলা প্রশাসনের কাছে রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি দেওয়া হয়।