মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাত একটার সময় উপজেলার জামুরিয়া ইউনিয়নে কর্না গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ তাহিনুর ইসলামকে (১৯) এই কারাদণ্ড দেয়া হয়। সে সময় অবৈধভাবে কাটা বিপুল পরিমাণের মাটিসহ একটি হাইড্রোলিক ট্রাক জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিয়া চৌধুরী। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমিন, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকারসহ ঘাটাইল থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিয়া চৌধুরী বলেন, অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় তাহিনুর ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সে সময় জানান তিনি।