নিজস্ব প্রতিবেদক।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কজাত করায় ৪ চালকল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩১ মার্চ) দিনভর অভিযান চালিয়ে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক।
তিনি বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন লঙ্ঘন করে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় একতা এগ্রো ফুড অটো রাইসমিল, নূরজাহান এগ্রো ফুড অটো রাইসমিল, এস আলম এগ্রো ফুড অটো রাইসমিল, মেসার্স খান এগ্রো ফুড অটো রাইসমিল মালিককে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
এরমধ্যে খান এগ্রো ফুড অটো রাইসমিলকে ৩৫ হাজার, নূরজাহান এগ্রো ফুড অটো রাইস মিলকে ৩৫ হাজার, এস আলম এগ্রো ফুড অটো রাইসমিলকে ৪০ হাজার, একতা এগ্রো ফুড অটো রাইসমিলকে ৪০ হাজার টাকা জড়িমানা।