এম মনির চৌধুরী রানা
চট্টগ্রামে বোয়ালখালীতে স্বামী হত্যার বিচার চেয়ে এখনো দ্বারেদ্বারে ঘুরছেন বোয়ালখালী উপজেলার ৮ নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের দক্ষিণ জ্যৈষ্ঠপুরার গৃহবধূ পুরবী পালিত। তিনি জানান চলতি বছরের ২৭ জানুয়ারি রাতে নিজ বাড়ী থেকে তার স্বামী রুবেল দে (৩৬) কে সুস্থ অবস্হায় আটক করে বোয়ালখালী থানায় নিয়ে যান পুলিশ।
এ সময় রুবেল কে ছেড়ে দেয়ার কথা বলে পরিবারের কাছ থেকে ২ লাখ টাকা ঘুষ দাবি করে না পেয়ে শারীরিক নির্যাতন করে মদ দিয়ে চালান দেয় পুলিশ। এর সপ্তাহ খানেক পর অর্থাৎ ৬ ফেব্রুয়ারি কারা হেফাজতে মারা যান রুবেল। এ সময় পুলিশী নির্যাতনে তার মৃত্য হয়েছে দাবী করে বোযালখালী থানার ওসি আছহাব উদ্দিন ও দারোগা সাইফুল সহ অন্যান্য আরো ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন রুবেলের স্ত্রী পুরবী। সেই থেকে অদ্যাবধি প্রায় ৬/৭ মাস ধরে স্বামী হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন এ গৃহবধূ।