শাহাদাত হোসেন
নোয়াখালী (কােম্পানীগঞ্জ) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বসুরহাট পৌরসভা বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং সহযোগী সংগঠনের উদ্যােগে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (০৪ সেপ্টেম্বর) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা বিএনপি ও এর অঙ্গসংগঠনের এবং সহযোগী সংগঠনের উদ্যােগে বসুরহাট বাজারের কলেজ গেইট সংলগ্ন আয়েশা হক টাওয়ারের সামনে বন্যাদুর্গত ও বানভাসী মানুষের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন বলেছেন, জনগণের দল বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শক্রমে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে।