বিশেষ প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচন অনেক চ্যালেঞ্জিং হবে বলে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার বিকেলে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার নেতৃবৃন্দের সাথে ভার্চুয়ালি মতবিনিময় সভায় তিনি এ সতর্ক বার্তা দেন। বিকেল ৫টায় শুরু হয়ে প্রায় সোয়া একঘন্টা পর্যন্ত স্থায়ী ছিল এ আলোচনা সভা। এতে তারেক রহমান ছাড়াও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান ও আমির খসরু মাহমুদ বক্তব্য দেন।
জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে পিরোজপুর বিএনপি এবং এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। এতে বিএনপি এবং এর অংগ সংগঠনের নির্দিষ্ট সংখ্যক নেতৃবৃন্দ অংশ নেয়। তবে আলোচনা সভা চলাকালীন সেখানে কোন সংবাদকর্মীকে উপস্থিতিতে সীমাবদ্ধতা ছিল।
সভায় অংশ নেওয়া নেতৃবৃন্দের সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশী-বিদেশী অনেক ষড়যন্ত্র হবে। তাই এ নির্বাচন বিএনপি’র জন্য অনেক চ্যালেঞ্জিং হবে বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন তারেক রহমান।
এছাড়া বিএনপি সম্পর্কে সাধারণ মানুষের মাঝে যাতে কোন ধরণের খারাপ ধারণা সৃষ্টি না হয়, এজন্য নেতাকর্মীদের সংযত থাকতে বলেন তিনি।
তবে কেউ যদি কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা সংগঠনবিরোধী কার্যক্রমে অংশ, তাকে দল থেকে বহিষ্কার করতে দ্বিতীয়বার চিন্তা করা হবে না বলেও হুশিয়ারি দেন তারেক রহমান। এক্ষেত্রে তিনি যে পর্যায়ের নেতাই হোক না কেন। ভোট ছাড়া আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার বিকল্প কোন উপায় নাই। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সাথে বিএনপি’র নেতাকর্মীদের সু-সম্পর্ক গড়ে তোলার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।
তিনি আরও বলেন, আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তবে বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই। তাই এখনই নেতাকর্মীদের উৎফুল্ল হওয়ার কোন কারণ নাই। তবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন কখন হবে এ বিষয়ে কোন কথা বলেন নাই তারেক রহমান।
এ বিষয়ে জেলা বিএনপি’র আহবায়ক মোঃ আলমগীর হোসেন জানান, সামনের পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে সু-সংগঠিত হওয়ার জন্য তারেক রহমান তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন।