রাসেল মল্লিক মুলাদী প্রতিনিধি:
আগামী ৭ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট, বার কাউন্সিল এর সাবেক সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি, মুলাদী-বাবুগঞ্জের রাজনৈতিক অভিভাবক অ্যাডভোকেট জয়নুল আবেদীন এর মুলাদী আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে মুলাদী পৌরসভা বিএনপি।
বিকাল ৪টায় বিএনপির দলীয় কার্যালয়ে পৌরসভা বিএনপি’র আহ্বায়ক কাউন্সিলর এনামুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান সাবু হাওলাদার, যুগ্ন আহবায়ক স্বপন হাওলাদার, আনিসুর রহমান আলাল, প্রফেসার ইফতেখার আলম লিটন, কামাল হোসেন অপু মোল্লা, সদস্য মোশারেফ হোসেন নান্নু মল্লিক, নাসির উদ্দিন হাওলাদার, সবুজ সরদার সহ পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, আগামী ৭ তারিখের জনসভাকে সফল করতে মুলাদী পৌরসভা বিএনপি ঐক্যবদ্ধ হয়ে সর্বদা মাঠে থেকে কাজ করবে।