রুবেল হোসাইন (সংগ্রাম)
রংপুরের মিঠাপুকুরে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ী প্রতিপক্ষ কর্তৃক হামলার শিকার হয়ে সাথে থাকা একটি মোটরসাইকেল কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলার শিকার ওই ব্যবসায়ী গুরুতর আহত অবস্থায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাগলারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে আজ রবিবার (২০ ফেব্রুয়ারী) মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাহবুব রহমান।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাহবুব রহমানের চাচাত ভাই মিলনের সাথে উপজেলার রামেশ্বরপাড়া গ্রামের দুলু সরকারের ২ ছেলে নাজমুল হক (৪৫) ও সুমন মিয়ার (৩৫) দীর্ঘদিন ধরে মনো মালিন্য চলে আসছিল। এরই সুত্র ধরে গরু ব্যবসায়ী মাহবুব রহমান গত শনিবার রাতে বৈরাতিহাট থেকে বাড়িতে ফেরার পথে স্থানীয় পাগলার বাজারে পৌছা মাত্র তার উপর হামলা করা হয়। হামলার শিকার মাহবুব কোনকিছু বুঝে উঠার আগেই তাকে নাজমুল ও সুমনসহ আরও ৩/৪ জন আটক করে মারপিট করে সাথে থাকা একটি ইয়ামাহা ব্রান্ডের মোটরসাইকেল কেড়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ভুক্তভোগী মাহবুব। সেখানে চিকিৎসারত অবস্থায় আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) মিঠাপুকুর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী।
ভুক্তভোগী মাহবুব রহমান বলেন, আমি সামান্য একজন গরু ব্যবসায়ী। প্রতিদিনের ন্যায় গরু কেনাবেচা করে উপজেলার বড়হযরত ইউনিয়নের বৈরাতীহাট থেকে বাড়ির উদ্দেশ্য নিজ গ্রাম বড়মির্জাপুর আসছিলাম। পথে আমার উপর অতর্কিত হামলা চালায় নাজমুল ও সুমন। আমি কোন কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে এলোপাতাড়ি মারতে শুরু করে। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় আমি কোনরকমে প্রাণে বেঁচে ফিরলেও। আমার মোটরসাইকেল আটকে দেয় তারা। আমি এর সঠিক বিচার চাই।
বিষয়টি নিয়ে অভিযুক্ত রেজাউল ও সুমনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় গত শনিবার রাতেই উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।