সুনামগঞ্জ প্রতিনিধি:
নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার ৩৯সদস্য বিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ মার্চ বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোশাহিদ আলম মহিম তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফ এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক অধক্ষ্য শেরগুল আহমেদ, টি আই মোহাম্মদ মহিবুল ইসলাম, নিসচার উপদেষ্টা মো মনসুর আলম তালুকদার, ফেরদৌসি সিদ্দিকা, সড়ক ও জনপথের ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, সহকারী মটরজান পরীদর্শক দেলোয়ার হোসাইন।
এসময় নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।