আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি
মণিরামপুরে একটি পাউরুটির কারখানায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় দুই যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন জনগণ।আটক দুই যুবক হলেন, কেশবপুরের ভাল্লুকঘর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে আব্দুল্লাহ আল মাহফুজ (২৫) ও একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম। বিকালে মনিরামপুর উপজেলার সোহরাব মোড়ে কামাল হোসেনের ‘মায়ের দোয়া’ বেকারিতে চাঁদাবাজির সময় তাদের ধরে রাখেন স্থানীয়রা। পরে খবর দিয়ে রাতে খেদাপাড়া ক্যাম্প পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়।
জানা যায়, আটক দুই যুবক বেসরকারি বিজয় টিভির বুম নিয়ে বেকারিতে ঢোকেন। সন্দেহ হলে আশপাশের লোকজন তাদের ধরে ফেলেন। পরে চ্যালেঞ্জ করলে তারা বিজয় টিভির পরিচয়পত্র দেখাতে পারেননি। এক পর্যায়ে মাহফুজের কাছে বন্ধ হয়ে যাওয়া জয়যাত্রা টিভির একটি কার্ড পাওয়া গেছে। অপরজন তরিকুল মোটরসাইকেল ভাড়ায় চালক বলে জানিয়েছেন।মায়ের দোয়া বেকারির ম্যানেজার মাসুদ পারভেজ বলেন, ওই দুইজন বিকালে বেকারিতে এসে মালামালের ছবি তোলেন ও ভিডিও করেন।বেকারির ছবি বিজয় টিভিতে ভাইরাল করাসহ ম্যাজিস্ট্রেট ডেকে এক লাখ টাকা জরিমানা করিয়ে দেয়ার হুমকি দেন তারা। এক পর্যায়ে এক লাখ টাকা দাবি করেন। তখন সন্দেহ হওয়ায় তাদের আটকে পুলিশে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা।
এ দিকে খোঁজ নিয়ে জানা গেছে, কেশবপুর থেকে মণিরামপুরে এসে মাহফুজ জয়যাত্রা টিভি বিজয় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলার রোহিতা, কোদলাপাড়া, টেংরামারী, জালালপুর ও সোহরাবমোড়ের বেকারিগুলোর মালিকদের জিম্মি করে দীর্ঘদিন ধরে সুবিধা লুটেছেন।
খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই সোমেন দাস বলেন, বেকারি মালিক কোনো অভিযোগ না করায় মুচলেকা নিয়ে আটক দুই যুবককে তাদের অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে। সামনে তারা এ ধরনের কাজ করবে না বলে অঙ্গিকার করেন। এদিকে বার এই সমস্ত ভুয়া সাংবাদিকদের কারণে আসল পেশাদার সাংবাদিকদের পরিচয় দেয়া লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে প্রতিটি পত্রিকা এবং টিভি চ্যানেলের সম্পাদকদের যাচাই বাছাই করে সৎ আদর্শবান সাংবাদিকদের নিয়োগ দেয়ার আহ্বান জানান সমাজের সচেতন নাগরিকগণ।