মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে দুইটি বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দুই পরিবারের অন্তত ৭ লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার বন্দর গ্রামে পূর্বপাড়ার মন্টুর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়ে সোহেল। গভীর রাতে শর্টসার্কিটের কারণে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তেই ব্যাটারি বিস্ফোরণ হয়ে যায়।
এতে পুরো ঘরেই আগুন ছড়িয়ে পড়ে এবং পাশের বাড়ির একটি গোয়াল ঘর, রান্না ঘরেও অগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরে থাকা লোকজন বের হয়ে পড়লেও অগ্নিদগ্ধ হন মন্টু নামের একজন।
খবর পেয়ে মেহেরপুর সদরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আধাঘন্টা চেষ্টা করে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নেয়।
এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী বাড়ির মালিকদের। আহত মন্টু বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।