কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের কাউখালীতে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার জেলার বীর মুক্তিযোদ্ধারা পিরোজপুর থেকে কাউখালীতে ট্রাকে চেপে পতাকা হাতে র্যালি নিয়ে আসে।
মুক্তিযোদ্ধাদের এই মিলন মেলার আলোচনা সমাবেশে অংশগ্রহণ করেন কাউখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। জেলা পর্যায়ের মুক্তিযোদ্ধারা কাউখালীতে র্যালি নিয়ে আসার সাথে সাথে উপজেলা দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদারসহ অন্য বীর মুক্তিযোদ্ধারা তাদেরকে স্বাগত জানিয়ে মুক্তিযোদ্ধা কমেপ্লক্সে নিয়ে যান।
এসময় কমপ্লেক্সের হলরুমে উপজেলার মুক্তিযোদ্ধা দায়িত্ব প্রাপ্ত কমান্ডার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন চৌধুরী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সমীর কুমার বাচ্চু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হিরন প্রমুখ।