আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলায় ২০৩ পিচ ইয়াবাসহ মোঃ রিয়াজ (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহিদ (২৮) ও তার সহযোগী হাসান (২৫) পালিয়ে যায়।
মঙ্গলবার বিকেলে পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানীগ্রামের বদ্দিবাড়ি সংলগ্ন সুপারি বাগান থেকে রিয়াজকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০৩ পিচ ইয়াবা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
আটককৃত মোঃ রিয়াজ পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল আলীর ছেলে ও পলাতক জাহিদ পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানীগ্রামের বাসিন্দা আবু মিয়ার ছেলে এবং হাসান একই এলাকার আবদুল মালেকের ছেলে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় থানার একটি চৌকস দল। এসময় রিয়াজকে আটক করতে সক্ষম হলেও চিহ্নিত মাদক কারবারি জাহিদ ও তার সহযোগী হাসান পালিয়ে যায়। এ ঘটনায় আটককৃত ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ১০। পলাতক জাহিদের নামে পূর্বেও একাধিক মামলা রয়েছে বলেও জানান থানার এ কর্মকর্তা।