ভোলা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাসনে মেরামত করতে গিয়ে বিকল ট্রাকের চাপায় রিপন (২৫) নামের চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২মার্চ) বেলা ২ টার দিকে উপজেলার জিন্নাঘর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চক বাজার এলাকায় এ দূঘর্টনা ঘটে। নিহত চালক রিপন জিন্নাগড় ৯নং ওয়ার্ডের মতলব মিয়ার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে চকবাজার এলাকায় চাকা বিকল হয়ে গেলে চালক রিপন ট্রাকটির চাকা মেরামাতের জন্য যগ দিয়ে ট্রাকটি উপরে তুলে চাকা খোলার সময় অসাবধানতাবসত যগটি মাটিতে ডেবে ট্রাকের বডি তার মাথার ওপর পরে। এসময় সে গুরুতর আহত হন।
ট্রাকের হেলপার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া এ তথ্য নি্িধসঢ়;চত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।