শেখ আবদুল্লাহ আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি
আনোয়ারায় সামাজিক সংগঠন স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার (২১ই মার্চ ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই উপলক্ষে এক আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
উদযাপিত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তানজীম তাহের।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের পৃষ্ঠপোষক ও আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার, আনোয়ারা উপজেলা মহিলা নেত্রী ও ইউপি সদস্য সাজিয়া সুলতানা ।
উক্ত অনুষ্ঠানে ৫ নং বরুমচড়া ইউনিয়ন চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আনসারীকে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়।