কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের নির্দেশনা বাস্তবায়নে অনাবাদি জমিতে কৃষির সম্প্রসারণের জন্য কাউখালী উপজেলার পাঁচটি ইউনিয়নে ৩০ বিঘা জমিতে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অধিদপ্তরের সহোযোগিতায় মুগ ডাল এবং তিলের চাষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে (৮ ফেব্রুয়ারি) কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের বেকুটিয়া ব্রিজের পাশে শংকরপুর মৌজার কৃষকদের ৬ বিঘা জমি অল্প খরচে চাষ করার ব্যবস্থা গ্রহণ করে কৃষকদের মাঝে মুগ ডালের বীজ দেওয়া হয়েছে। রবি মৌসুমে কৃষকদের অল্প খরচে জমি আবদে আনার লক্ষ্যে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা গৌতম বরণ মজুমদার।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আমাদের মূল লক্ষ্য হলো কাউখালীতে কোন অনাবাদি জমি থাকবে না। অনাবাদি জমি আবাদে আনার জন্য সকল প্রকার সহযোগিতা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহযোগিতা করে থাকবে।