মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কালো পতাকা মিছিল পুলিশের বাধার মুখে পড়লে মঙ্গলবার বিকেলে পুলিশের উপর হামলায় হোসেনপুর থানার ওসিসহ ৪ জন আহত হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামীয় আরো ৭০-৮০জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে হোসেনপুর থানার ওসি জানান।
আহত চার পুলিশ সদস্যদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন (৪০), উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার সরকার (৪০), কনস্টেবল নাজমুল হাসান (৩৮) ও কনস্টেবল তারিকুল ইসলাম (২৮)।
পুলিশ জানায়, সিদলা ইউনিয়নের ধুলিহর এলাকা থেকে মঙ্গলবার বিকেলে ১২০ থেকে ১৫০ জন লোক বাশের লাঠির আগায় কালো পতাকা বেঁধে একটি মিছিল নিয়ে হোসেনপুর থানার সামনে দিয়ে আসার চেষ্টা করে এ সময় নতুন বাজার ঈদগা মাঠের সামনে পুলিশ বাজারে আসতে বাধা দেয়। পরে মিছিল থেকে পুলিশের উপর অর্তকিত ইট পাটকেল নিক্ষেপ করে।
এ সময় পুলিশ বিএনপির মিছিল থেকে বিএনপির জিনারী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফখরুল আলম ও কাঞ্চন মিয়া নামে বিএনপির দু্’ নেতা কর্মীকে আটক করে। পরে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেন।