মোঃ আজিজুল হক, পেকুয়া:-
কক্সবাজারের পেকুয়ায় শীতার্ত ও আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শীতবস্ত্র ও নগদ টাকা বিতরণ করেছে পেকুয়ার বৃহত্তর মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নুর আয়েশা খান ফাউন্ডেশন।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) তৃতীয় দফায় শিলখালী ইউনিয়নের কাছারিমোরা এলাকায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে প্রথম দফায় বারবাকিয়া বোধামাঝির ঘোনা এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের শীতবস্ত্র ও নগদ টাকা এবং দ্বিতীয় দফায় রাজাখালী বকশিয়া ঘোনা এলাকায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে শীতবস্ত্র ও নগদ টাকা বিতরণ করেছে সংগঠনটি।
৩ ইউনিয়নে ১ শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানান সংগঠনের চেয়ারম্যান ইসমাইল খান।
শীতবস্ত্র বিতরণের সময় সাথে ছিলেন, প্রধান সমন্বয়ক আবদুল হাকিম আসাদ, চট্রগ্রাম মহানগর সমন্বয়ক আরমান বিন কাসেম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাকের হোসাইন, সদস্য তারেক জিয়া, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি আবুল কাশেম মান্নান ও সদস্য রিদুয়ান।
সংগঠনের চেয়ারম্যান ইসমাইল খান বলেন, আমাদের সংগঠনটি প্রতি বছরের ন্যায় এবারও অসহায় ও শীতার্ত পরিবারের পাশে দাড়াতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। নুর আয়েশা খান ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কসহ যেসব সদস্যরা নিরলস পরিশ্রম করে সংগঠনকে এই পর্যন্ত এনেছে আমি তাদের সকলের নিকট কৃতজ্ঞ। আগামীতেও আমাদের এই দ্বারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।