প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-৩ এর অভিযানে রাজধানীর খিলগাঁও এলাকা হতে ১২ টি মামলার ওয়ারেন্টভূক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত জঙ্গি, সাইবার ক্রাইম, সন্ত্রাসী, ছিনতাইকারী, মানবপাচারকারী, চাঁদাবাজ, নৈরাজ্যকারী, বিভিন্ন মামলার আসামী, অপহরণকারী, জালনোট ব্যবসায়ী, প্রতারক চক্র, চাঞ্চল্যকর অভিযান এবং ধর্ষক ছাড়াও বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৩ এর একটি আভিযানিক দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খিলগাঁও থানার মামলা নং-৩৬, তারিখ-১৪/০৪/২০১৮, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ১৯৯০ এর ১৯(১) এর ৯ (ক) ধারায় মামলার এজাহারভূক্ত আসামী ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন এলাকায় অবস্থান করছে। তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-৩ এর একটি অভিযানিক দল ১৭/০৩/২০২২ তারিখ ১৩৫০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে খিলগাঁও থানার কুখ্যাত মাদক মামলার এজাহারভূক্ত আসামী ১। মোঃ আনোয়ার হোসেন (৩৫), সাং-শেখের জায়গা, থানা-খিলগাঁও, ডিএমপি, ঢাকাকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, ধৃত আসামীর নামে পূর্বে ডেমরা থানায় ০১ টি এবং খিলগাঁও থানায় ১১ টিসহ সর্বমোট ১২ টি মাদক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামী কৃতকর্মের বিষয়টি স্বীকার করে ।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বীণা রানী দাস, পিপিএম (সেবা)
অতিরিক্ত পুলিশ সুপার
স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা)
পক্ষে পরিচালক