প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-৩ এর অভিযানে ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে ০১ জন ভিকটিম (১৩ বছর) উদ্ধারসহ ০১ জন অপহরণকারী আটক।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত জঙ্গি, সাইবার ক্রাইম, সন্ত্রাসী, ছিনতাইকারী, মানবপাচারকারী, চাঁদাবাজ, নৈরাজ্যকারী, বিভিন্ন মামলার আসামী, অপহরণকারী, জালনোট ব্যবসায়ী, প্রতারকচক্র এবং চাঞ্চল্যকর অভিযান ছাড়াও বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
https://youtu.be/RIrD302MPag
ভিকটিমের পিতা র্যাব-৩, টিকাটুলি ক্যাম্পে অভিযোগ দায়ের করেন যে, ভিকটিম নলেজ সিন্ডিকেট ইনষ্টিটিউট স্কুলের ৮ম শ্রেণীর একজন ছাত্রী। গত ০৮/৩/২০২২ তারিখ সকাল ০৯০০ ঘটিকার সময় ভিকটিম উক্ত স্কুলে এক ঘন্টা ক্লাশ করার পর কাগজ কলম কিনার জন্য আল আরাফা লাইব্রেরীতে যাওয়ার উদ্দেশ্যে উক্ত স্কুল হতে বের হয়ে স্কুলের পাশেই ডিএমপি, ঢাকার সবুজবাগ থানাধীন দক্ষিণগাঁও আমেরিকান প্লাজার মোড়ে পৌছিলে বিবাদী মোঃ সাব্বির হোসেন (২৪) ভিকটিমকে ফুসলিয়ে, বিভিন্ন ছলচাতুরি মুলক কথাবার্তা বলে এবং বিভিন্ন ধরণের লোভনীয় প্রলোভন দেখিয়ে, জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। যা ভিকটিমের বান্ধবী দেখেছিলো। উক্ত ঘটনার পর বাদী ভিকটিমকে সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করে কিন্তু ভিকটিমকে কোথাও খোজে পায় না।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা নজরদারী ও তথ্য প্রযুক্তির সহায়তায় ১৭/০৩/২০২২ তারিখ রাত ০০৩০ ঘটিকার সময় ঢাকার জেলার আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী মোঃ সাব্বির হোসেন (২৪), পিতা-মোঃ জিয়াউর রহমান, সাং-বোবাডাংগা, থানা-নাচোল, জেলা-চাপাইনবাবগঞ্জ, বর্তমান ঠিকানা-বাইপাইল পশ্চিম পাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ভিকটিমকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং আরো জানায় যে, ভিকটিমকে তার বর্তমান ঠিকানার বাড়ীতে আটক রেখে বিয়ের প্রলোভন দেখি বিভিন্ন ছলচাতুরির আশ্রয় নিয়ে প্ররোচিত করে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক বারবার ধর্ষণ করে।
ধৃত আসামীর বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বীণা রানী দাস, পিপিএম (সেবা)
অতিরিক্ত পুলিশ সুপার
স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা)
পক্ষে পরিচালক