প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১৩ কর্তৃক রংপুর জেলার তাজহাট থানা এলাকায় চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার; মাদক পরিবহণে ব্যবহৃত ০১টি ট্রাক জব্দ।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ১৬ মার্চ ২০২২ খ্রিঃ রাতে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার তাজহাট থানাধীন এরশাদনগর গ্রামস্থ বিপ্লব ফিলিং স্টেশনের সামনে চেকপোষ্ট স্থাপন করে।
এক সময় সন্দেহভাজন ০১টি পাথর ভর্তি ট্রাক তল্লাশী করে ২৯৬ বোতল ফেন্সিডিল, ৪৩০ সেফটি পাথর এবং মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ০১টি ট্রাকসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মোকছেদুল হক (২৪) এবং ২। মোঃ মিজানুর রহমান (২৫) উভয় জেলা-কুড়িগ্রামদ্বয়’কে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে।
তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রংপুর মহানগরীর তাজহাট থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদ্বয়ের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মূলকপি স্বাক্ষরিত…. মাহমুদ বশির আহমেদ ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে মোবাঃ ০১৭৭৭৭১১৩০৩ তারিখঃ ১৬/০৩/২০২২ খ্রিঃ।