ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের অঙ্গীকার সংবাদ পত্রের সাবেক ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি মো: বেলায়েত হোসেন মুন্সী (৫৮) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। রবিবার দুপুর দেড়টায় ভান্ডারিয়া পৌর শহরের টিএন্ডটি সড়কের মুন্সী বাড়ী মৃতঃ আব্দু ছোমেদ মুন্সীর ছোটপুত্র বেলায়েত হোসেন মুন্সী তার নিজ বাসায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে ভান্ডারিয়া প্রেসক্লাবের বিভিন্ন সাংবাদিক ও রাজনৈতিক বিভিন্ন নেতাকর্মী সামাজিক মাধ্যমে মরহুমের রুহের মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
পারিবারিক সূত্রে জানাযায়, বেলায়েত মুন্সী দীর্ঘ দিনধওে স্টোক করে অসুস্থ ছিলেন। মরহুমের নামাজে জানাজা রবিবার বাদ এশা নিজ ভান্ডারিয়া দারুল উলুম হিফাজুল ইসলাম কওমী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।