সোহেল রানা রাজশাহী তানোর:
রাজশাহীর তানোর উপজেলায় সদ্য দায়িত্বপ্রাপ্ত নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেনের সাথে তানোর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ফুলের শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেন। বৃহস্পতিবার (৮জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন চেয়ারম্যান বৃন্দরা।
শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন, কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, বাধাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন, সরনজাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক খান, তালন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, কামারগাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান প্রমূখ। এসময় মতবিনিময় শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বিল্লাল হোসেন চেয়ারম্যানদের সাথে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ নিয়ে আলোচনা করে সকল ধরনের সহযোগিতা কামনা করেছেন।