রিয়াজ আহমেদ হান্নান, উল্লাপাড়াঃ
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন।
ভোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কর্তন, র্যালি ও আনন্দ শোভাযাত্রা, মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ সহ বিভিন্ন আয়োজনে দিবসটি পালন করছে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন। পৃথক পৃথক ভাবে র্যালি বের করে উপজেলা প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠান গুলো।
এ সময় উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এমপি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ সদস্য গাজী শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন হিরু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় সহ উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। বর্ণিল সাজে সেজেছে উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকা। শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ম সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে।