জাকিয়া সুলতানা ঃ-
সুনামগঞ্জ জেলায় ইসলামী ফাউন্ডেশন এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে হাজী পাড়াস্হ ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ের হল রুমে এ উপলক্ষে কুরআনখানি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইসলামী ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার উপ পরিচালক মোঃ মহিউদ্দিন’র সভাপতিত্বে ও মাও. আশরাফ উদ্দিন’র সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপ পরিচালক আব্দুর ছাত্তার, ষোলঘর দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোঃ আলীনুর,
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক সাজিদুল হাসান সহ বিভিন্ন উপজেলার ইমাম- মুয়াজ্জিনবৃন্দ।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ইতিহাস জানতে হবে, বঙ্গবন্ধু ইসলামি শিক্ষায় আন্তরিক ছিলেন বলেই ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। সোনার বাংলা বিনির্মানে বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উন্নয়ন করে যাচ্ছেন এবং প্রত্যেক উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করে দিচ্ছেন।
ইমাম মুয়াজ্জিন সহ শিশুদেরকে ইসলামি জ্ঞান আহরণে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী ফাউন্ডেশন এর উদ্যোগে তিন দিনব্যাপী বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা, ক্বিরাত, হামদ ও নাত সহ জাতির জনকের জীবন ও কর্মের উপর বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।