আব্দুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি:
যশোরের মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট সোমবার বিকেলে মণিরামপুর পৌরসভা চত্বরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নেতারা ২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তারা আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বশির আহমেদ খান, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী,তাসরিন সুলতানা শোভা, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, আব্দুল আলীম জিন্নাহ,যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার ডেইজি, যুবলীগ নেতা গাজী আসাদ, পৌর যুবলীগের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম লুৎফর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম টিপু সুলতান, কাউন্সিলর কামরুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।