মো: সোহেল আহমেদ, দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারে সর্বশ্রেষ্ঠ বাঙালি ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দেলদুয়ার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় বঙ্গবন্ধুর প্রকৃতিতে।
এসময় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা কমপ্লেক্সের সিনিয়র ড.প্রদীপ কুমার, উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারহানা আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মাহমুদুল হাসান মারুফ, ভাইস- চেয়ারম্যান জনাব এহসানুল হক সুমন, মহিলা ভাইস- চেয়ারম্যান জনাব হোসনে আরা বেগম, আওয়ামী লীগের সভাপতি জনাব ফজলুল হক সকল উপজেলা সকল দপ্তরের কর্মকতা – কর্মচারী বৃন্দরা। সেই সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।