মশিউর রহমান রাসেল, ঝালকাঠি প্রতিনিধিঃ– অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যা দিয়ে তা বর্জনে ৩ দিন ব্যাপী বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ২৩ ডিসেম্বর শনিবারে তৃতীয় দিনে ঝালকাঠি জেলা বিএনপি’র নির্দেশনা ও সমন্বয়ে ঝালকাঠিতে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
লিফলেট বিতরণ কালে দুপুর দেড়টায় ঝালকাঠি পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির হোসেন কে পুলিশ গ্রেফতার করে। ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ হাসান এবং সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিকের নেতৃত্বে সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে দিনব্যাপী লিফলেট বিতরন কার্যক্রম চালানো হয়। জেলা যুবদলের আহবায়ক মোঃ শামিম তালুকদার এর নেতৃত্বে সকাল ১১ টায় শহরের পালবাড়ী, পশ্চিম চাঁদকাঠী উপজেলা সড়কে এবং সদস্য সচিব এ্যাড. আনিসুর রহমান খান এর নেতৃত্বে বিকেল ৩ টায় জেলা যুবদল নেতৃবৃন্দ, কাপুড়িয়া পট্টি, কাশারি পট্টি এবং কাঁচা বাজারে লিফলেট বিতরণ করেন।
জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান এবং সাধারণ সম্পাদক মোঃ মামুন অর রশীদ এবং সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির হোসেনসহ শ্রমিক দল নেতৃবৃন্দ সকাল ১০ টায় শহরের বিকনা, চাঁদকাঠী চৌমাথা, পুরাতন কলেজ রোড এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক ফারজানা ইয়াসমিন মুক্তা এবং লাভলি আক্তারের নেতৃত্বে সকাল ৯ টায় মহিলা দলের নেতৃবৃন্দ পৌর শহরের রীড রোড, টিনপট্টি, কুমার পট্টি এলাকায় বাসা বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে নির্বাচন বর্জনের আহবান জানিয়ে লিফলেট বিতরণ করেন।
ঝালকাঠি সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ তৌহিদ হোসেন এর নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা সকাল ১১ টা থেকে কৃষ্ণকাঠী, বাসষ্টান্ড, পাসপোর্ট অফিস এলাকায় গণসংযোগ করে এবং লিফলেট বিতরন করে ভোট বর্জনের আহবান জানায়। জেলা ছাত্রদলের সহ-সভাপতি কেশব সুমন সরকারের নেতৃত্বে শহরের কয়েকটি স্থানে বাসা বাড়িতে এ কর্মসূচি করা হয়। জেলার নলছিটি উপজেলাধীন ভৈরবপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার চৌধুরীর নেতৃত্বে সকাল ১০ টা থেকে ইউনিয়ের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে।
ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসুচী সমূহের তথ্য নিশ্চিত করেন। চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে একতরফা এবং ডামি নির্বাচন দাবী করে জনসাধারনকে এ নির্বাচন কে বর্জন করে ভোট কেন্দ্রে না যাওয়ার আহবান সম্বলিত লিফলেট বিতরন কর্মসুচী সম্পর্কে জেলা বিএনপির সদস্য সচিব বলেন বর্তমান সরকারের আজ্ঞা বাহ নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একটা তামশার ভাগাভাগি নির্বাচন চলছে।
এটা কোন নির্বাচন নয় এটা সিলেকশন আর সিলেকশন এর বন্টনকারী বিনা ভোটের প্রধানমন্ত্রী। জনগণ ঘৃণাভরে প্রহসনের নির্বাচন কে বয়কট করবে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ভেলকিবাজি নির্বাচনের ভোট কেন্দ্র না গিয়ে ভোট বর্জন করে গণতন্ত্রের পক্ষে এগিয়ে আসার আহবান জানিয়েছি এবং ব্যাপক সাড়া পেয়েছি। এদিকে শান্তিপূর্ন কর্মসুচী পালনের জন্য পৌর বিএনপি নেতা নাসিরের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঝালকাঠি জেলা এবং পৌর বিএনপি নেতৃবৃন্দ।