কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
বাংলাদেশ আওয়ামী লীগ পিরোজপুরের কাউখালী উপজেলা শাখার কাউখালী সদর ইউনিয়নের আওয়ামী লীগের বর্ধিত সভা গত রবিবার বিকেলে স্থানীয় বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়। কাউখালী সদর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন স্বপন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন। এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, কাজী মাসুদ ইকবাল, মাহমুদ খান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদী রেবেকা চৈতি, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, আওয়ামী লীগ নেতা শাহ মোহাম্মদ কাইয়ুম, শেখ নিয়াজ আহমেদ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।