স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরে বিষাক্ত মাদক সেবনে সবুজ হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সবুজ নাটোর শহরের বলারীপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। রোববার (১৩ মার্চ) রাতে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, সবুজ প্রায় রাতেই মাদকদ্রব্য সেবন করতো। রোববার রাতেও বন্ধুদের সঙ্গে মাদকদ্রব্য সেবন করে বাড়ি ফিরে। পরে বাড়িতে এসে সবুজ মাতলামি করতে লাগলে বাড়ির লোকজন স্থানীয় এক রিহ্যাব সেন্টারে ভর্তির করে তাকে। সেখানে তার অবস্থা অবনতি হলে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্ত শেষে জানা যাবে কি ভাবে তার মৃত্যু হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।