ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় ফিল্মি স্টাইলে ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোস্তফা কামালকে (৪২) অপরহণ করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ১৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব বোর্ডবাজার এলাকায়। এ ঘটনায় শ্রমীকলীগ নেতার স্ত্রী আকলিমা খাতুন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা কামাল চান্দাব বোর্ড বাজার মসজিদে জোহরের নামাজ পড়তে যান। ওই সময় মসজিদের পানির পাম্প বন্ধ করার জন্য তিনি মসজিদ থেকে বের হন। পরে ১০/১২টি মাইক্রোবাস ও প্রাইভেটকার নিয়ে মেহদী হাসান শাহাজ, ছলিম উদ্দিন, আনোয়ার হোসেন ধনু, শিব্বির আহম্মেদ, সবুজ মিয়া ও মনির হোসেন, ও আব্দুল সামাদের নেতৃত্বে ভাড়াটিয়া ৫০/৬০ জন লোক নিয়ে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।