ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেছেন, রাজাকার – আলবদের হটাতে এবারের নির্বাচনে ব্যালট যুদ্ধ হবে।
তিনি শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সিধলা ইউনিয়নের মনাটি উচ্চ বিদ্যালয় মাঠে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, প্রাপ্তি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা বিষয়ক নারীদের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সিধলা ইউনয়িন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ উঠান বৈঠকের আয়োজন করে।
বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেন, আমরা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এ প্রজন্মের যুবক-যুবতীদের দায়িত্ব হলো দেশ রক্ষা করা। তিনমাস পর নির্বাচন হবে। এবারের যুদ্ধ অস্ত্রের যুদ্ধ নয়, ব্যালট যুদ্ধ। রাজাকার-আলবদরদের হটাতে হলে ব্যালট যুদ্ধ করে জয়ী হতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, নাকি যারা ৩০ লক্ষ লোককে হত্যা করেছিল তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে। সেই বিচারের মালিক আপনারা।
এ সময় বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সফলতা তুলে ধরে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুণরায় আওয়ামী লীগ সরকারকে জয়যুক্ত করার আহ্বান জানান।
সিধলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজীব, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. হেলাল উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম.নূরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক উমর ফারুক স্বাধীন, যুগ্ম আহবায়ক ইমতিয়াজ সুলতান জনি প্রমুখ।