মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হইতে ১০০ শয্যায় উন্নতিকরণের ভিত্তি প্রস্থর কার্য্যক্রমের উদ্বোধন করা হয়েছ্ধেসঢ়;। আজ শনিবার বিকাল সারে চারটায় এ ভিত্তি প্রস্থর কাজের উদ্বোধন করেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. রুস্তম আলী ফরাজী।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আবদুল কায়ূমের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. রুস্তম আলী ফরাজী এমপি, পিরোজপুর সিভিল সার্জন ডা.হাসনাত ইউসুফ জ্যাকি, স্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আফসার, রুস্তম আলী ফরাজীর (এমপি) সহধর্মিনী খাদিজা আক্তার খুশবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরোয়ার হোসেন, ওসি মো. কামরুজ্জামান তালুকদার প্রমুখ।