মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ইয়াবাসহ ই-পোষ্ট অফিসের অস্থায়ী ডাক পিয়ন তপন কুমার দাস ওরফে তপু নামে এক মাদক সেবীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গরঙ্গল এলাকার ডাক বিভাগের গরঙ্গল গ্রামীন ডাক ঘরের অফিস কক্ষের মধ্যে থেকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা সহ তপন কুমার দাস ওরফে তপু (৫২) কে ডিবি পুলিশের এসআই সুবর্ন চন্দ্র দে আটক করে। আটককৃত তপু ওই এলাকার মৃত গোপাল চন্দ্র দাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
এ ঘটনায় রাতে সদর থানায় ডিবি পুলিশের এসআই সুবর্ন চন্দ্র দে বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন দমন আইনে মামলা দায়ের করেন। পরে গ্রেফতার হওয়া তপন কুমার দাস ওরফে তপুকে সদর থানায় হস্থান্তর করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, চাদাবাজিসহ বেশ কয়েকটি মামলা ছিল।
ওসি (ডিবি) মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তপন কুমার দাস ওরফে তপুকে ৩০ পিস ইয়াবা সহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সদর থানায় হস্থান্তর করা হয়েছে।