রিয়াজ আহমেদ হান্নান, উল্লাপাড়াঃ
”বিশুদ্ধ পানি নিরাপদ জীবন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কয়েক শত দুস্থ অসহায় পরিবারের মাঝে পানি বিশুদ্ধকরণ ফিল্টার বিতরণ করলেন সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকাত ওসমান।
আজ ১২ মার্চ শনিবার সকাল ১০ ঘটিকা হতে উল্লাপাড়ার সলপ ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় দলীয় নেতা-কর্মী ছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এসময় সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান অগ্নিশিখা কে জানান, বিশুদ্ধ পানির অভাবে অনেক অসহায় পরিবার নানা রকম রোগ বালাইয়ের শিকার হন। এই সমস্যা সমাধানে দুঃস্থ অসহায় পরিবারের প্রাত্যহিক প্রয়োজনে বিশুদ্ধ পানির ব্যবহার নিশ্চিত করতেই তার এই ব্যতিক্রমী উদ্যোগ। সাধারণ মানুষ এবং ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত অসহায় পরিবার গুলো তাদের বিশুদ্ধ পানির অভাব দূরীকরণে চেয়ারম্যান সাহেবের এমন উদ্যোগের প্রশংসা করেছেন।