মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
ফেসবুকে পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে জড়িয়ে পড়ে শারীরিক মেলামেশায়। কৌশলে বিবাহবহির্ভূত এই সম্পর্কের ভিডিও ধারণ করে ভূঞাপুর উপজেলার খড়ক গ্রামের রুবেল। অতঃপর কলেজ পড়ুয়া প্রেমিকাকে মেলামেশার ভিডিও ফেসুবকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় রুবেল। পরে তার কথামতো একই উপজেলার ভিকটিম ছাত্রী কাউকে না জানিয়ে চলে যায় চট্টগ্রাম।
সেখানে তারা একটি ভাড়া বাসায় থাকতে শুরু করে। এদিকে মেয়েকে না পেয়ে স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে, ৩০ মে থেকে নিখোঁজ উল্লেখ করে ওই ছাত্রীর মা ৫ জুন ভূঞাপুর থানায় সাধারণ ডায়েরি করেন। থানার উপ-পরিদর্শক ফাহিম ফায়সালের নেতৃত্বে পুলিশ সদস্যরা রুবেলের মোবাইল নাম্বারের সূত্র ধরে অভিযান চালায়। বুধবার চট্টগ্রামের একটি বাসা থেকে অভিযুক্ত রুবেল ও তার সহযোগী ওসমান গনিকে আটক করে পুলিশ।
সেই সঙ্গে কলেজছাত্রীকেও উদ্ধার করে পুলিশ। পরে বৃহস্পতিবার রাতে রুবেলের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেন ভিকটিমের মা। অভিযুক্ত রুবেল খড়ক গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও তার সহযোগী ওসমান একই গ্রামের লাল মিয়ার ছেলে।