সাইফুর নিশাদ
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
মনোহরদীর নারান্দী গ্রামে ছাগলের জন্য পাতা সংগ্রহে গিয়ে বজ্রপাতে এক মহিলার মৃত্যু ঘটেছে ও তার অপর এক মহিলা আহত হয়েছেন। বৃহস্পতিবার সাড়ে ১১ টার দিকে উপজেলার নারান্দী গ্রামে এ ঘটনা ঘটে।
মনোহরদীর নারান্দী বাসস্ট্যান্ড সংলগ্ন বেপারী বাড়ীর মৃত শহীদুল্লাহর স্ত্রী রোকেয়া (৬৫)ও তার পুত্রবধূ বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় বাড়ী সংলগ্ন মাঠ থেকে ছাগলের জন্য পাতা সংগ্রহে গিয়ে বজ্রপাতের শিকার হন। বজ্রপাতে রোকেয়া ও তার পুত্রবঁধূ আহত হন। গুরুতর আহত রেকেয়াকে চিকিৎসার্থে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু ঘটে। মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন জানান, বিষয়টি এইমাত্র তিনি জেনেছেন। খোঁজ খবর নিয়ে বিস্তারিত জানবেন তিনি।