শহীদুল ইসলাম শাহীন, ধর্মপাশা প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলাধীন চামরদানী ইউনিয়নের বলরামপুর গ্রামে পানিতে ডুবে এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ঐগ্রামের মোঃ মাহবুব মিয়ার একমাত্র ছেলে মোঃমাহাদী (৪)।
৬ই জুন সোমবার সকালে ১১টার সময় বাড়ীর আঙ্গিনায় চারদিকে বর্ষার টলমলে পানিতে পড়ে গেলে, অনেক খোঁজাখুজির পর উদ্ধার করে স্থানীয়রা। পরক্ষণেই ধর্মপাশা সদরে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুরু মোড়ল।
মধ্যনগর থানার ওসি জাহিদুল হক এর সত্যতা নিশ্চিত করেছেন।