প্রেস বিজ্ঞপ্তি
চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনে হতাহতের ঘটনায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র শোক
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান” বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ঢোলবাদক লোকশিল্পী বাবুল জলদাস, সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব রাজ বড়ুয়া ও শিল্পীগোষ্ঠীর পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী শ্রী বিপ্লব জলদাস। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন নেতৃবৃন্দ।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় ওই কন্টেইনার ডিপোতে আগুন লাগে। ডিপোর কিছু কন্টেইনারে থাকা রাসায়নিকের কারণে সেখানে বারবার বিস্ফোরণ ঘটে।
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দ সরকার ও দেশের বিত্তশালীদের ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা ও তাদের পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।