প্রেস বিজ্ঞপ্তি
র্যাবের অভিযানে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে দূধর্ষ ডাকাত দল “মাসুদ বাহিনীর” মাসুদসহ ০৪ জন সদস্য গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার।
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। বর্তমান সময়ে জঙ্গিবাদ, সন্ত্রাসী, প্রতারক চক্র, চাঁদাবাজ, ধর্ষণকারী, নৈরাজ্যকারী, বিভিন্ন মামলার আসামী, অপহরণকারী, মানবপাচারকারী, জালনোট ব্যবসায়ী, ছিনতাইকারী এবং ডাকাতসহ বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট।
এরই ধারাবাহিকতায় র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর শাহজাহানপুর থানাধীন রেলওয়ে কলোনী এলাকায় কতিপয় ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন যাবৎ পথচারী, রিক্সা আরোহী, প্রাইভেটকার এবং মাইক্রোবাসসহ সিএনজি যাত্রীদের সুযোগ বুঝে ভয়ভীতি প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দিয়ে ডাকাতি করে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ০২/০৬/২০২২ তারিখ ১৯৩৫ ঘটিকার সময় ঢাকা মহানগরীর শাহজাহানপুর থানাধীন রেলওয়ে কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে দূধর্ষ ডাকাত দলের মাসুদ বাহিনীর মূলহোতা (১) মোঃ মাসুদ (২৪), সাং-সোম্ভুপুরা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়নগঞ্জ ও তার সহযোগী (২) মোঃ আমির হোসেন (৫৩), সাং-ফুলখালী, থানা-রাঙ্গাবালী, জেলা-পটুয়াখালী, (৩) মোঃ ভুট্টো (৩৬), সাং-ঘোড়াশাল, থানা-পলাশ, জেলা-নরসিংদী এবং (৪) মোঃ আরমান (৪৩), সাং-ময়লাপোথা, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। স্বাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীদের দেহ তল্লাশী করে ০১ টি লোহার রড, ০১ টি চাপাতি, ০১ টি চাকু, ০১ টি সুইচ গিয়ার চাকু, ০৩ টি মোবাইল ফোন এবং নগদ ১১৬০/-টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারী, রিক্সা আরোহী, প্রাইভেটকার এবং মাইক্রোবাসসহ সিএনজি যাত্রীদের সুযোগ বুঝে ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতি করে আসছে বলে জানায়।
গ্রেফতারকৃত মাসুদ বাহিনীর মূলহোতা মাসুদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ০৭ টি মামলা রয়েছে এবং তার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে ০২ টির অধিক মামলা রয়েছে। উপরোক্ত আসামীদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বীণা রানী দাস, পিপিএম, পিপিএম সেবা)
অতিরিক্ত পুলিশ সুপার
স্টাফ অফিসার (অপারেশন্স)
পক্ষে পরিচালক