নিজস্ব প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে উপজেলা ও পৌরসভা বিএনপি’র নামে মসজিদে ছবিযুক্ত ব্যানার টানিয়ে দোয়া-মোনাজাত অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। জানা যায়, বুধবার (১ জুন) বিকালে চরফ্যাশন পৌরসভা ৫ নং ওয়ার্ডস্থ বিআরডিবি জামে মসজিদে চরফ্যাশন-মনপুরার সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের অনুসারি নেতারা স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বাষির্কীর দোয়া-মোনাজাতের আয়োজন করেন। দোয়া মোনাজাত অনুষ্ঠানে মসজিদের ভেতরে টানানো হয় ছবি সম্বলিত ব্যানার।
এ নিয়ে ওই সময় দোয়া মোনাজাতে আগত মুসল্লিরা তাদের সামনে মুখ খুলে কিছু বলতে সাহস পাননি। তবে মসজিদে ছবি লাগানোর ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় ওঠে। এমনকি ছবিটি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটি নিয়ে সোস্যাল মিডিয়া ফেসবুকে নানান মন্তব্য এসেছে। কেউ কেউ বলছেন- অতি উৎসাহী হয়েই ধর্মের কোন আইন কানুন মানছেন না ওই নেতার অনুসারীরা।
আবার কেউ কেউ বলছেন পরিকল্পিতভাবে দলের ভাবসমূর্তি ক্ষুন্ন করার জন্য মসজিদে ছবি সম্বলিত ব্যানার টানানো হয়েছে এবং এর ছবি তুলে ফেসবুকে আপলোড করা হয়েছে। অনেকে আবার এহেন কান্ডে দিক্কার জানিয়েছেন। এদিকে ইসলামে ছবি হারাম। যে ঘরে ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না” এমন হাদিস জানা থাকা সত্বে ধর্মীয় এই পবিত্র ঘরে কিভাবে ছবি সম্বলিত ব্যানার টানিয়ে আলোচনা ও দোয়া মোনাজাতের করা হয় এমন প্রশ্ন তুলেছেন ধর্মপ্রাণ মসিুল্লিারা।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি’র সিনিয়র নেতা ও মুসুল্লিা ছবি দিয়ে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠানে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়ে বলেছেন, এ কাজ করা ঠিক হয়নি, আমরা কি বলমু। এসব অতি উৎসাহী নেতাদের কাজ।