হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ্যংছড়ি বান্দরবানঃ পার্বত্য নাইক্ষ্যংছড়িতে বাজার তদারকিতে তৎপরতা চালাচ্ছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌসের তত্ববধানে এ আদালত নাইক্ষ্যংছড়ি সদর বাজার মনিটরিং করছেন (বৃহস্পতিবার ২জুন) দুপুরে। এ সময় খোলাও অপরিস্কার ভোজ্যতেল বিক্রিরদায়ে শাহজাহান স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তদারকী করা হয় মাছ বাজার,তরকারী বাজার,মুদি দোকান ও অন্যান্য খাদ্যপণ্যের দোকান সমূহ।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা মোঃসেলিম হেলালী ওসাংবাদিবৃন্ধসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারাক ও উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস বলেন, পঁচা মাছ, খোলা তেল, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি জঘণ্যতম অপরাধ। এছাড়া পণ্যের দাম বেশী নিয়ে পরিবেশ নষ্ট করাও একই কথা। সুতারাং এ সব বেআইনী কাজ থেকে সকলকে দূরে থাকতে হবে।
তিনি আরো, সরকার মোনাফাখোর, মজুদদার ও বেআইনী কাজে জড়িয়ে খাদ্য সামগ্রী বিক্রয়কারীদের কঠোর হস্তে দমন করছেন সরকার। সুতারাং সবাইকে সরকারী নির্দেশ মেনে চলতে হবে মনোযোগ দিয়ে। নচেৎ আইনী ব্যবস্থা।