পটুয়াখালী প্রতিনিধিঃ- মনজুর মোর্শেদ তুহিন
পটুয়াখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২২ উপলক্ষে বৃহষ্পতিবার সকাল সাড়ে এগারোটায় জেলার সাংবাদিকদের নিয়ে পটুয়াখালী সিভিল সার্জনের কার্যালয়ের অডিটরিয়ামে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জনের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, বিশেষ অতিথি জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার, স্যানিটারি ইন্সপেক্টর মহিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সিভিল সার্জন জানান পটুয়াখালী জেলার ৮ টি উপজেলায় ২৩১ টি ওয়ার্ডের মোট ১৮২৭ টি কেন্দ্রে আগামী ১২ জুন থেকে ১৫ ই জুন ২০২২ চার দিন ব্যাপী ১৯ লক্ষ ১৭ হাজার ৩৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১ টি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১ টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার বলেন আমাদের পক্ষ থেকে সকল উপজেলায় প্রচারের জন্য মাইকিং এর ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে পটুয়াখালী প্রেস ক্লাব, পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটির প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।