মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।
মঙ্গলবার কুমিল্লার বুড়িচং উপজেলায় ১২ টা থেকে ১ টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এর নেতৃত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীর হোসেন মিঠুর উপস্থিতিতে বুড়িচং সদরে শেফা ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স নবায়ন না থাকায় ৫০০০/ টাকা ও সাইফুল ফার্মেসীকে লাইসেন্স না থাকায় ৩০০০/ টাকা ভ্রাম্যমান আদালতের অভিযানে এ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার হালিমা খাতুন বলেন, অনিবন্ধিত ক্লিনিক, হাসপাতাল,ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসী ড্রাগ লাইসেন্স, বৈধ কাগজপত্র, নবায়ন না থাকাসহ মেয়াদোত্তীর্ণ সামগ্রী রাখার বিরুদ্ধে এবং জনগণের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।