বুলবুল হাসান : পাবনা জেলার বেড়া উপজেলায় অনিবন্ধিত হাসপাতাল-ক্লিনিকের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৩০ মে) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রিজু তামান্না এ অভিযান পরিচালনা করেন। এ সময় সেতু ডায়গনস্টিক সেন্টার, নুরুন্নাহার ডায়গনস্টিক সেন্টার, আরাবি ডায়গনস্টিক সেন্টার, বিল্লাহ ডায়গনস্টিক সেন্টার, মৃদুলা ডায়গনস্টিক এন্ড ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিল্লাল ডায়গনস্টিক সেন্টারে বৈধ কাগজ পত্র না থাকায় সরকারি নির্দেশনা মোতাবেক বন্ধ ঘোষণা করা হয় ।
এছাড়া বাকি গুলোর কাগজপত্র যাচাই সাপেক্ষ সঠিক পাওয়া যায়। মৃদুলা ডায়গনস্টিক এন্ড ক্লিনিক কে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে প্রাথমিকভাবে সতর্ক ও মনোযোগী হওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রিজু তামান্না বলেন দেশে হাসপাতাল ডায়গস্টিক সেন্টারে অপচিকিৎসা বন্ধ ও সেবার মান বাড়াতে জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।