প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-৬ এর অভিযানে ঝিনাইদহ থেকে ভিকটিম উদ্ধার, অপহরণকারীকে গ্রেফতার।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
ঝিনাইদহ জেলার সদর থানাধীন হাট গোপালপুর এলাকা হতে গত ২৯ মে ২০২২ তারিখ আনুমানিক ১৬.৩০ ঘটিকায় সময় এক নাবালিকা ভিকটিমকে অপহরণকারী আসামী সাজেদুর রহমান(২৫) জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় ভিকটিম এর মাতা বাদী হয়ে ঝিনাইদহ জেলার সদর থানায় একটি অপহরন মামলা দায়ের করে। উক্ত ঘটনার পর থেকেই র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামী গ্রেফতার ও অপহৃত নাবালিকা ভিকটিমকে উদ্ধারের অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় অদ্য ৩০ মে ২০২২ তারিখ র্যাব-৬, ঝিনাইদহ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত অপহরণ মামলার আসামী ভিকটিমসহ ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ ০৫.০০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন হাট গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী আসামী ১। সাজেদুর রহমান(২৫), পিতা-ইসমাইল হোসেন, সাং-বালিয়াঘাট, থানা- গাংনী, জেলা-মেহেরপুরকে গ্রেফতার করে এবং অপহৃত নাবালিকা ভিকটিমকে উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ভিকটিমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঝিনাইদহ জেলার সদর থানার হস্তান্তর করা হয়েছে।