সাইফুর নিশাদ
নরসিংদী প্রতিনিধি
মনোহরদীতে মোবাইল কোর্ট এক অভিযানে ৩ টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে সীলগালা করে দিয়েছে। ২ টি সেন্টারকে ৯ হাজার টাকা জরিমানা করেছে কোর্ট।
অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিকের বিরুদ্ধে সরকার নির্দেশিত হয়ে শনিবার বিকেলে মনোহরদীতে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.এস.এম. কাসেম পরিচালিত এ কোর্ট বেআইনী ভাবে পরিচালিত তিনটি ডায়াগনস্টিক সেন্টার সীলগালা বন্ধ করে দেয়। মোবাইল কোর্টের অভিযানে মনোহরদী হাসপাতাল রোডের মডেল ডায়াগনস্টিক ও মনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করে বন্ধ করে দেয়া হয়।
এ ছাড়া কোর্ট চালাকচর বাজারের চালাকচর ডায়াগনস্টিক সেন্টারটিও সীলগালা করে বন্ধ করে দিয়েছে। এ সময় মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাশেদুল হাসান মাহমুদ কোর্টকে সার্বিক সহযোগীতা প্রদান করেন। অভিযানে কোর্ট মনোহরদী মডেল ও চালাকচর ডায়াগনস্টিক সেন্টারকে অনিয়মের কারনে ৯ হাজার টাকা জরিমানাও করেছে। স্বাস্থ্য বিভাগ প্রণীত মনোহরদীর ৭ টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধ অভিযানটি পরিচালিত হয় বলে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.এস.এম.কাসেম জানিয়েছেন।
বেআইনীভাবে এখানে পরিচালিত বাকীগুলোর মধ্যে মনোহরদীর হেলথ পয়েন্ট, মনোহরদী সিটি ডায়াগনস্টিক ও মনোহরদী মাতৃছায়া এবং চালাকচরের সূর্যের হাসি আগে থেকেই বন্ধ ছিলো বলে কোর্ট সূত্রে জানা গেছে।