মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া মাধবপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট পুরুষ ৯জন ও মহিলা ২ জনসহ ১১ জন সাধারন সদস্য প্রার্থী নির্বাচন করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১০৫৭ জন। ভোট কাষ্ট হয়েছে ৯৬৯ টি।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে ছিলেন থানার এসআই শেখ মফিজুর রহমান ও এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল। ভোটাররা তাদের নিজের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে অনেক আনন্দ প্রকাশ করে। কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। স্কুলে দাতা সদস্য নির্বাচিত হয়েছেন মাহবুব মোস্তফা খান, প্রতিষ্ঠাতা সদস্য এএসএম সিরাজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মনির হোসেন আখন্দ, মোঃ ইমরুল হাসান ও সেলিনা বেগম।
এছাড়াও অভিভাববক সদস্যদের মধ্যে প্রথম হয়েছেন মোঃ সোহেল রানা ৪১১ ভোট পেয়ে। দ্বিতীয় হয়েছেন মোঃ আবুল হাশেম ৩৭১ ভোট পেয়ে। তৃতীয় হয়েছেন মোঃ ইউনুস ৩৬৭ ভোট পেয়ে। জয়দল হোসেন ৩১৯ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। এছাড়াও মহিলা প্রতিনিধি মোসাম্মৎ রুনা আক্তার ৫১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জানা গেছে, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মিয়া মোঃ জাহাঙ্গীর এর প্যানেল এগিয়ে রয়েছেন।