প্রেস বিজ্ঞপ্তি
সাতক্ষীরা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ১৫ মে ২০২২ তারিখে র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার দেবহাটা থানা এলাকায় একজন সাজাপ্রাপ্ত আসামী অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ ২৩.৫০ ঘটিকার সময় সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন উত্তর সখিপুর এলাকায় অভিযান পরিচালনা করে দায়রা ১৭২/২০১৩ (কালীঃ) এর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আব্দুল হাকিম গাজী (৪০), পিতা- মৃত হায়াত আলী গাজী, সাং-ব্রজপাটলী (গুচ্ছগ্রাম), থানা-কালীগঞ্জ , জেলা-সাতক্ষীরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জা থানায় হস্তান্তর করা হয়েছে।