রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন জামায়াতে ইসলামী’র উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) উপজেলার পাটিকাবাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
ইবি থানাধীন প্রত্যক ইউনিয়ন সংগঠন এই খেলায় অংশগ্রহণ করেন।
উক্ত ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে অংশ গহণ করে পাটিকাবাড়ী বনাম হরিনারায়ণপুর ইউনিয়ন। এ খেলায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা ইবি থানা জামায়াতের সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, পাটিকাবাড়ী ইউনিয়ন আমীর ইব্রাহিম খলিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় থানা জামায়াতের সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম বলেন, আমরা এই সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে। অনেকেই মনে করেন ইসলামি দল ক্ষমতায় আসলে খেলা দোলা বন্ধ করে দিবে। আসলে না ইসলাম এমন একটি জীবন ব্যাবস্থা যেখানে মুসলিম ভাই বোনদের জন্য সকল কিছু ইসলাম শিক্ষা দেয়। বিভিন্ন খেলা ইসলামী গান বাজনা ইত্যাদি। তাই আমরা এই খেলার আয়োজন করেছি।
ট্রাইবেকারে হরিনারায়নপুর ইউনিয়ন পাটিকাবাড়ি ইউনিয়নকে চার-দুই গোলে পরাজিত করে বিজয়ী হন।